পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

0 186

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে।

গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ছয় দিনের মাথায় তাঁকে ফের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলো।

খালেদা জিয়া ২০২০ সালে ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন।

Leave A Reply

Your email address will not be published.