করোনায় আক্রান্ত ৬১ কোটির কাছাকাছি

0 283

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৪০৮ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ এক হাজার ৬৩১ জন। আর সুস্থ হয়েছেন ৫৮ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪১৪ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৬৫ লাখ ৮১ হাজার দু’জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৭১ হাজার ৬৭৩ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৭২৬ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯৬৫ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ২৪৬ জন। মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ১৮৯ জন।

Leave A Reply

Your email address will not be published.