আর্শদীপের ‘খালিস্তানি’ দেখানোয় উইকিপিডিয়া কর্তৃপক্ষকে তলব
এশিয়া কাপের মঞ্চে গতকাল রবিবার রাতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় ভারত। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সহজ ক্যাচ ফেলে দেন তরুণ পেসার আর্শদীপ সিং। এরপর থেকে কিছু ভারতীয় সমর্থক আর্শদীপের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে সোশ্যাল সাইটে আক্রমণ করেন। এমনকী উইকিপিডিয়ায় আর্শদীপ সম্পর্কে যে আর্টিক্যাল আছে, সেটাও বদলে দেওয়া হয়।
সেখানে তাকে ‘খালিস্তানি’ হিসেবে অভিহিত করা হয়েছে!
আর্শদীপ সম্পর্কে এমন আপত্তিকর তথ্য প্রদর্শনের কারণে উইকিপিডিয়ার প্রতিনিধিদের জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এদিকে ভারতের গণমাধ্যম দাবি করছে, ৮ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের উইকিপিডিয়া পেইজ যারা সম্পাদনা করেছিল, তারাই আর্শদীপের পেইজর তথ্য বদলে দিয়েছে। ৮ বছর আগের ওই ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী এবং পারভেজ মুশারফের সমালোচনা করা হয়েছিল।
পাকিস্তানের বিপক্ষে ১৮তম ওভারে আসিফ আলির ক্যাচ ফেলে দেন আর্শদীপ। সেই আসিফই পরের ওভারে ১৯ রান নিয়ে ম্যাচ বের করে ফেলেন। এরপর এক শ্রেণির সমর্থক সরাসরি খলনায়ক বানিয়ে দেন আর্শদীপকে। সোশ্যাল সাইটে তার নামে বিভিন্ন সমালোচনামূলক টুইট ভেসে আসে। এর মধ্যেই কেউ আর্শদীপের উইকিপিডিয়া পেইজেও সম্পাদনা করে ‘ভারত’ শব্দের বলে অনেকগুলি জায়গায় ‘খালিস্তান’ শব্দ বসিয়ে দেয়।
অবশ্য পেইজের তথ্য পরিবর্তন আনার ১৫ মিনিটের মধ্যে সেটা সরিয়ে দেন উইকিপিডিয়ার সম্পাদকরা। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে ভারত সরকার। এবার সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের প্যানেল তৈরি করা হবে। তারা উইকিপিডিয়ার প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করবেন। কীভাবে আর্শদীপের পেইজরে বিবরণ বদলে গেল, সেটা তারা জানতে চাইবেন।
উল্লেখ্য, উইকিপিডিয়ার কিছু পেইজ যে কেউ সম্পাদনা করতে পারেন। ফলে যে কোনো ব্যবহারকারীই এই কাণ্ড ঘটাতে পারেন।