রানির মৃত্যু : ‘দ্য ক্রাউন’ সিরিজের প্রোডাকশন স্থগিত

0 232

রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার পরিবার সম্পর্কে নেটফ্লিক্সের প্রশংসিত সিরিজ ‘দ্য ক্রাউন’, রানির মৃত্যুর কারণে প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে।

গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিরিজের এক মুখপাত্র বলেন যে, সম্মানের সূচক হিসেবে এবং রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও প্রোডাকশন বন্ধ রাখা হবে।

শোটি ষষ্ঠ সিজন প্রযোজনা করছে। এর প্রথম দুই মৌসুমে ক্লেয়ার ফয়কে তরুণ রাজকন্যা এলিজাবেথ সিংহাসনে আরোহণ করে এবং ধীরে ধীরে সম্রাট হিসেবে তার ভূমিকায় পরিণত হয়। তিন ও চার মৌসুমে অলিভিয়া কোলম্যানকে আরো পরিণত রানি হিসেবে দেখানো হয়েছে। সিরিজটি ধীরে ধীরে বর্তমান ঘটনার কাছাকাছি চলে এসেছে। নেটফ্লিক্সে সম্প্রতি ষষ্ঠ সিজনে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট চরিত্রে অভিনেতাদের কাস্টিং প্রকাশ করেছে।

এর পঞ্চম সিজন ইমেল্ডা স্টাউনটন রানির ভূমিকা নভেম্বরে প্রিমিয়ার হবে।

সূত্র : ইউএনবি

Leave A Reply

Your email address will not be published.