করোনায় আক্রান্ত ৩ লাখ, মৃত ৭৩১

0 174

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৯৬৪ জন। মারা গেছেন ৭৩১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৯৬১ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ১৬ হাজার ৬৮৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৯ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৭৯০ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৯২ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৭৫ হাজার ৬৬৮ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৫ লাখ ৫৮০ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৮ হাজার ১৬৫ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৭ লাখ ১৮ হাজার ১৩২ জন। মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৪৬৮ জন।

Leave A Reply

Your email address will not be published.