যাত্রী অধিকার দিবস আগামীকাল
যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দেশে চতুর্থবারের মতো আগামীকাল মঙ্গলবার পালিত হতে যাচ্ছে যাত্রী অধিকার দিবস।
এবারের দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই। ‘ দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি পালনের লক্ষ্যে যাত্রী কল্যাণ সমিতি আগামীকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে।
এতে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের পাশাপাশি বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।