বাকিংহাম প্যালেসে রানির লাশ
রানি দ্বিতীয় এলিজাবেথের লাশ বাকিংহাম প্যালেসে পৌঁছেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় লাশ সেখানে পৌঁছায়।
এর আগে স্কটল্যান্ডের এডিনবরা থেকে সামরিক বাহিনীর একটি বিমানে রানির লাশ লন্ডনে আনা হয়। লন্ডনের পশ্চিমে বিমান বাহিনীর ঘাঁটি আরএএফ নর্থোল্টে রানির লাশ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস।
বিমান ঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসে লাশ নেয়ার সময় রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানায়।
আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বুধবার থেকে চার দিন রানির লাশ ওয়েস্টমিনিস্টার হলে থাকবে, সেখানে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবে।
রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘতম শাসক ছিলেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে তিনি মারা যান। এর মধ্যদিয়ে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়।