করোনায় আক্রান্ত সিইসি

0 289

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

কাজী হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত থাকায় তার অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি কাজী হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল।

কিন্তু অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এদিকে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান সিইসি।

Leave A Reply

Your email address will not be published.