শাশুড়িকে রাস্তায় ফেলে মারধর : পুত্রবধূ গ্রেফতার
রংপুরের কাউনিয়ায় শাশুড়িকে রাস্তায় ফেলে বেদম মারধরের ঘটনায় পুত্রবধূ রত্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গ্রেফতার পুত্রবধূকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে পুত্রবধূ রত্নাকে গ্রেফতার করে পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনতাসির বিল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠেরপাড় গ্রামে পুত্রবধূ রত্না বেগমের নির্যাতনের শিকার হন শাশুড়ি বৃদ্ধা আয়েশা বেগম। শুক্রবার তাকে আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, মোবাইলে ধারণকৃত এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গ্রামের রাস্তায় মাটিতে ফেলে শাশুড়িকে মারধর করছেন পুত্রবধূ। কখনো হাত দিয়ে, কখনো পা দিয়ে কখনো বা স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন পুত্রবধূ।
ওসি আরো জানান, ‘বৃদ্ধা আয়েশার ছেলে আশরাফুল ইসলাম (৩০) তার স্ত্রী রত্নাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন। কয়েক দিন আগে কাউকে কিছু না বলে আশরাফুল ঢাকায় যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করেন রত্না। বৃহস্পতিবার সকালে শাশুড়ির বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর চান তিনি। একপর্যায়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় মাটিতে ফেলে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন রত্না। মারধরের সময় অনেকে সেখানে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে যাননি। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়।’