বান্দরবান সীমান্তে এখনো আতঙ্ক, স্কুলে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আজো সকালে গুলি ও গোলার আওয়াজ শোনা গেছে। ঘুনধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকায় ৩৯ নম্বর পিলারের বিপরীত দিক থেকে গুলির আওয়াজ শোনা যায়। এ ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এবং স্কুলে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা।
সোমবার রাতে এসব এলাকার কয়েকটি পাহাড়ি পরিবার এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সেখানে বাধা দেয়। পরে তাদের এলাকায় ফিরিয়ে দেয়া হয়।
এদিকে সীমান্তে থেমে থেমে এখনো গুলির আওয়াজ শোনা যাচ্ছে। বিজিবি ঘুনধুম তুমব্রু রেজু আমতলি এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে। অন্যদিকে সীমান্তে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদের তালিকা প্রস্তুত করছে ইউনিয়ন পরিষদ। তবে সীমান্ত এলাকায় বসবাসকারীদের কবে নাগাদ সরিয়ে নেয়া হবে এ বিষয়ে এখনো জানা যায়নি। অন্যদিকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ঘুনধুম স্কুলে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির হারও কমেছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, সীমান্ত এলাকায় বসবাসকারীদের অভয় দিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।