কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

0 165

কুমিল্লায় ধর্ষণ মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলার মিয়াজী বাড়ির নুরুল ইসলাম (৩৩) এবং একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)।

মঙ্গলবার রায় ঘোষণা করেন স্পেশাল জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত ১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন। দু’জনের যাবজ্জীবনের পাশাপাশি নুরুল ইসলামকে ১০ হাজার এবং আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে মাত্র ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রী দেলোয়ারা বেগমকে আসামি আবদুর রহমানের কাছে বিক্রি করেন। বিষয়টা জানতেন না দেলোয়ারা। ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম হাত-পা চেপে ধরলে আবদুর রহমান দেলোয়ারাকে ধর্ষণ করেন।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন ঘটনার শিকার গৃহবধূ।

Leave A Reply

Your email address will not be published.