দেশ রূপান্তর পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে ছাত্রলীগনেতার মানহানি মামলা

0 171

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল ও প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা ঢাকার চিফ মেট্টোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শুনানি শেষে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলার আরজিতে বলা হয়, গত ৬ জুলাই আসামিরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট রিপোর্ট মুদ্রণ, লিখন, প্রচার ও প্রকাশ করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের সুনাম, গৌরব ও ঐতিহ্যে আঘাত করে মানহানি করেন। এরূপ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য লিখন, মুদ্রণ, প্রচার ও প্রকাশ করে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্যের সুনাম ও সুখ্যাতিতে আঘাত করে মানহানি করেছেন।’

Leave A Reply

Your email address will not be published.