কিশোরগঞ্জে ডিজেলের বিকল্প হিসেবে উৎপাদন হচ্ছে টায়ার অয়েল

0 272

নীলফামারীর কিশোরগঞ্জে বাস, ট্রাক, বাইসাইকেল ও মটরসাইকেলের পরিত্যাক্ত টায়ার পিষিয়ে ডিজেলের বিকল্প জ্বালানি টিএনএস অয়েল উৎপাদন করা হচ্ছে।

উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম-গঙ্গাচড়া আঞ্চলিক মহাসড়কের পাশে তোফাজ্জল টিয়ার অয়েল নামের কারখানাটির চায়না কারিগরি প্রযুক্তিটি সম্পূর্ণ দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব। কারখানাটি থেকে উৎপাদিত তেল এখন দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

সরজমিনে গিয়ে দেখা যায়, গাড়াগ্রাম-গঙ্গাচড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পূর্ব দলিরাম নামক স্থানে প্রায় এক একর জমির ওপর নির্মিত কারখানাটি থেকে প্রতিদিন প্রায় তিন হাজার থেকে চার হাজার লিটার তেল উৎপাদন করা হয়। উন্নত মানের এই তেল ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক বলেন, ‘গাড়ির পুরাতন টায়ার পরিত্যাক্ত অবস্থায় যেখানে সেখানে পরে থাকায় পরিবেশ নষ্ট হতো। ফসলি জমিতে পড়ে থেকে মাটির উর্বরতা শক্তি নষ্ট করত। সেই টায়ার মেশিনের মাধ্যমে পিষিয়ে মূল্যবান জ্বালানি তেল উৎপাদন হচ্ছে তা কখনো কেউ চিন্তা করেনি। এছাড়াও এই কারাখানায় প্রতিদিন ৪০ থেকে ৫০ জন বেকার শ্রমিক কাজ করে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করছে। এতে করে বেকার সমস্যা যেমন সমাধান হচ্ছে, অন্যদিকে এলাকার মানুষের আর্থিক সমৃদ্ধি হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.