মৌলভীবাজারের সাবেক এমপির ছেলের বিরুদ্ধে নায়িকা নিশাতের যে অভিযোগ

0 227

অনলাইন ডেস্ক:

সিলেট বিভাগের মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা- কমলগঞ্জ আংশিক) আসনের সাবেক সংসদ সদস্যের ছেলে নবাব আলী হাসিব খানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা নিশাত সালওয়ার।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে ‘বীরত্ব’ সিনেমার অভিনেত্রী সালওয়া লিখেছেন, ‘সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস আলী খানের পুত্র নবাব আলী হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন।’

তবে সালওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নবাব আলী হাসিব খান। গণমাধ্যমকে তিনি বলেন, সালওয়াকে কোনো হুমকি তিনি দেননি।

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে সালওয়া বলেন, হাসিবের সঙ্গে তার ছয় মাসের প্রেমের সম্পর্ক চলছিল। সালওয়ার ভাষ্যে, ‘কিছুদিন ধরে আমাকে মানসিকভাবে নানা ধরনের চাপ দিয়ে আসছিলেন। কিন্তু সিনেমা মুক্তির পর থেকে আমাকে আরও বেশি চাপ দিচ্ছেন। এখনই আমাকে বিয়ে করতে চান। তা ছাড়া আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবই তাঁকে প্রতিমুহূর্তে জানাতে হবে—এসবসহ নানা মানসিক চাপ। এসব চাপ আমি আর নিতে পারছি না। এ কারণে আমি তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি। এটি শোনার পর থেকে সে আমাকে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে।’

সালওয়া বলেন, ‘হাসিব হুমকি দিচ্ছেন, তাঁর কাছে নাকি আমার বিশেষ ভিডিও ফুটেজ, স্টিল ছবি আছে। সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে সে। আমি আর এসব হুমকি নিতে পারছি না।’

সালওয়া জানান, এর প্রতিকার পেতে হাসিবের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ দিয়েছেন। পরিবার আশ্বাস দিলেও কাজ হয়নি। বলেন, ‘প্রেমের বিষয়টি হাসিবের পরিবার জানত। এ ঘটনার পর তাঁর ছোট বোনকে বিষয়টি জানিয়েছি। তাঁরা বলেছেন, “রাগের মাথায় হাসিব এসব করছে, ঠিক হয়ে যাবে।” কিন্তু কোনো কিছুই ঠিক হয়নি। একের পর এক হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েই যাচ্ছেন।’

আইনের আশ্রয় নেবেন কি না—জানতে চাইলেন সালওয়া বলেন, ‘এসব হুমকির প্রমাণ আমার কাছে আছে। আমি শিগগিরই আইনের আশ্রয় নেব।’

তবে মেরে ফেলার কথা, ভিডিও ফুটেজ, ছবি ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করে হাসিব বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক। আমাদের দুজনের ঝগড়া হয়েছে। ঝগড়া হইতেই পারে। আর আমি মেরে ফেলার কে? আমার বাবা রাজনীতি করেন। একটা সম্মান আছে। তা ছাড়া আজ পর্যন্ত আমার নামে কোনো ক্রাইম নাই, পাবেনও না।’

ভিডিও ছাড়ার ব্যাপারে তিনি বলেন, ‘ব্যক্তিগত ভিডিও আমি কাকে দেব, কোথায় ছাড়ব? এটা কোনো দিন হয়?’

হাসিবের অস্বীকারের ব্যাপারে সালওয়া বলেন, ‘এখন এটা বললে তো হবে না। কারণ, হুমকি দিয়ে পাঠানো সব ডকুমেন্ট আমার কাছে আছে।’

উল্লেখ্য, নবাব আলী আব্বাছ খান মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা- কমলগঞ্জ আংশিক) আসনে জাতীয় পার্টি থেকে ১৯৮৮, ১৯৯১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। নওয়াব আলী আব্বাস খান পেশায় জজ আদালতের প্রবীণ আইনজীবী।

 

Leave A Reply

Your email address will not be published.