রোহিঙ্গা ক্যাম্পে এবার যুবককে কুপিয়ে মারল সন্ত্রাসী

0 156

দেশী টুয়েন্টিফোর ডেস্ক:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যার ঘটনা ঘটেই চলেছে। গত দুই দিনে সন্ত্রাসীরা তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উখিয়ার কুতুপালং বর্ধিত ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।

১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ভোরে রোহিঙ্গা সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.