বিএইচআরসি এর নেতৃবৃন্দের মাঝে আইডি কার্ড বিতরন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চট্টগ্রাম মহানগর এর নেতৃবৃন্দের মাঝে আইডি কার্ড বিতরণ ও সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নগরীর স্টেশন রোডস্থ বাঙালীয়ানা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদর দপ্তরের ডেপুটি গভর্ণর ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু মোঃ সাইদ।
বিশেষ অতিথি ছিলেন বিএইচআরসি সদর দপ্তরের গভর্ণর আমিনুল হক বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অজিত কুমার দাশ, চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ নুরু উদ্দিন, দক্ষিন জেলার সাধারণ সম্পাদক আবু তাহের।
সংবর্ধিত অতিথি ছিলেন সদর দপ্তরের নবনির্বাচিত গর্ভণর লায়ন নবাব হোসেন মুন্না, নবগঠিত চট্টগ্রাম মহানগর দক্ষিনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম জেলা সিমেন্ট মার্চেন্টস গ্রুপের নবনির্বাচিত মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানবাধিকার ভোগ করবে, এবং চর্চা করাবে এটা সবার জন্মগত অধিকার। কাজেই মানবাধিকার সুরক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
সংগঠনের যুগ্ম সম্পাদক জাহিদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএইচআরসি চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সহ সভাপতি হাজী বাবর আলী, হাজী এয়াকুব আলী, মহিউদ্দিন চৌধুরী মঈন, হুমায়ুন কবির মিঠু,শহীদুল্লাহ আনছারী, রিয়াজুল আলম ভুট্টো, দিদারুল আলম, মুহাম্মদ শাহ আলম, জাহিদ তানছির, নুর হোসেন রমজান, পাঁচলাইশ থানা শাখার সভাপতি মোঃ মানিক, ডবলমুরিং থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রাজ্জাক, পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন প্রমূখ।