শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

0 159

অনলাইন ডেস্ক:

পানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্যে শেষকৃত্য সম্পন্ন হয় আবের। তবে এ আয়োজন নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে ঘোর আপত্তি ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর ১৯ বার গান স্যালুটের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়। দেশটিতে গত ৫৫ বছরের মধ্যে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করা হলো।

আবের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টায়। আবের দেহভস্ম রাজধানী টোকিওর নিপ্পন বুদোকান হলে নিয়ে যান তাঁর স্ত্রী আকি। এ সময় সামরিক ব্যান্ডের সংগীত ও গার্ড অব অনারের শব্দ হলের ভেতরে প্রতিধ্বনিত হয়।

এদিকে এই শেষকৃত্য আয়োজন নিয়ে জাপানের সাধারণ মানুষের ঘোর আপত্তি ছিল। তবে দীর্ঘদিন দেশের জন্য কাজ করে যাওয়া শিনজো আবের এই রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

অনুষ্ঠানে অংশ নেওয়া দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিও জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২০ হাজার সদস্য। জাপানে চরম মূল্যস্ফীতির মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এ অনুষ্ঠানের বিরোধিতা করে গেল কয়েক দিন ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ।

উল্লেখ্য, গত ৮ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর।

 

Leave A Reply

Your email address will not be published.