ধর্ষণের অভিযোগ, তরুণীকে ঢামেকে ভর্তি

0 171

অনলাইন ডেস্কঃ

রাজধানীতে ধর্ষণের অভিযোগ করায় এক তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই তরুণীর বয়স আনুমানিক (২৫)।

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অসুস্থ অবস্থায় তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে রাজধানীর তুরাগ থানা পুলিশ। এরপর চিকিৎসকরা তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান।

ভিকটিমকে নিয়ে আসা উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর এলাকার রাস্তায় ওই তরুণীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে। প্রথমে তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করানো হয়।

শরিফুল ইসলাম বলেন, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে টঙ্গী থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে যায়। সেখানে তরুণী নারী অভিযোগ করেন যে, তাকে কয়েকজন ছেলে তুরাগ এলাকায় নিয়ে ধর্ষণ করেছে।

তিনি বলেন, মেয়েটি সঠিকভাবে কিছুই বলছে না, পাগলামি করছে। তার অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কোনও আলামত পাওয়া যায়নি। আমরা ওই এলাকার কিছু সিসিটিভির ফুটেজ দেখেছি, সেখানেও কিছু পাওয়া যায়নি। আশপাশের আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মেয়েটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ধর্ষণের শিকার হয়েছেন কিনা, তা নিশ্চিত হতে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে জানা যাবে।

 

Leave A Reply

Your email address will not be published.