২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫০৬ জন

0 160

অনলাইন ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৫০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৪ জনে। এ ছাড়া নতুন করে দেশে কোন ডেঙ্গুতে মৃত্যু নেই। তবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ভর্তি হয়েছেন ১০৮ জন, এর পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৯৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৬ জন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬৭ জন, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল কামরাঙ্গীর চরে ৬৪ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫৮ জন এবং পুলিশ হাসপাতাল রাজারবাগে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪৪৭ জন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ৮৫২ জন। আর চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী।

Leave A Reply

Your email address will not be published.