মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্কঃ
চুয়াডাঙ্গায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে নয় মাসের শিশুপুত্র আব্দুর রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা শান্তা খাতুন (২০) আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুর রহমান জীবননগর পৌর এলাকার শাপলাকলি পাড়ার রুবেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শান্তা খাতুন তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি শাপলাকলি পাড়া থেকে পাখিভ্যানযোগে বাপের বাড়ি তেতুলিয়া যাচ্ছিলেন। এ সময় জীবননগর মাছ বাজার সংলগ্ন স্থানে চলন্ত পাখিভ্যানের একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে শান্তা খাতুন ও তার শিশুপুত্র আব্দুর রহমান ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। মা শাপলা খাতুনের মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়।
অপর একটি সূত্রে জানা যায়, চাকাটি মেরামতের কথা জানিয়ে ভ্যানচালক তাদের তুলতে আপত্তি করেছিলেন। বাবার বাড়ি কাছাকাছি হওয়ায় এক প্রকার জোর করেই শান্তা খাতুন তার ছেলেকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পথিমধ্যেই এ দুর্ঘটনার কবলে পড়েন তারা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে জেনেছি। মা শান্তা খাতুন চিকিৎসাধীন। নিহতের স্বজন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।