গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি হুর

0 204

অনলাইন ডেস্কঃ

গাম্বিয়ার শিশু মৃত্যুর কারণ হতে পারে- এই আশঙ্কা থেকেই ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। নয়াদিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপ যাতে অন্য কোনো দেশ ব্যবহার না করে, সেই বার্তাও দেয়া হয়েছে হু-র তরফে।

সম্প্রতি কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে গাম্বিয়ায়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়ে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে হু। প্রস্তুতকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সাথে যৌথভাবে তদন্তও শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু-র সতর্কবার্তায় বলা হয়েছে, ‘ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোর মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।’

বুধবার একটি সংবাদ সম্মেলনে হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘এখন পর্যন্ত গাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। তবে অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave A Reply

Your email address will not be published.