মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

0 192

অনলাইন ডেস্কঃ

নারী এশিয়া কাপের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও মালয়েশিয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

১৩০ রান হবে এই উইকেটে ভালো স্কোর, এমনটিই মনে করে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। টসের সময় তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংবান্ধব মনে হচ্ছে।

শট সিলেকশন নিয়ে কাজ করতে হবে আমাদের। নেটে আমরা অনুশীলন করেছি, এখন সেটা বাস্তবায়ন করতে হবে। ১৩০ রানই হবে ভালো স্কোর। ’

এবারের আসরে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। থাইল্যান্ডকে ৯ উইকেটের হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে ধাক্কা খায় দ্বিতীয় ম্যাচে। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ : শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আকতার, মুরশিদা খাতুন, ফাহিমা খাতুন, সানজিদা আকতার ও ফারিহা তৃষ্ণা।

Leave A Reply

Your email address will not be published.