গ্রামাঞ্চলের মানুষদের মাঝে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছাতে কাজ করছে সরকার – হুইপ সামশুল হক চৌধুরী

0 377

দেশী টুয়েন্টিফোর ডেস্কঃ

এবি ব্যাংক লিমিটেড কাশিয়াইশ-নয়াহাট পটিয়া আউটলেটের শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পটিয়ার সংসদ আলহ্বাজ সামশুল হক চৌধুরী এম.পি।

গত শনিবার (৮ অক্টোবর) এবি ব্যাংক লিমিটেড কাশিয়াইশ-নয়াহাট পটিয়া আউটলেটের শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এসময় জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পটিয়ার সংসদ আলহ্বাজ সামশুল হক চৌধুরী এম.পি বলেন, গ্রামাঞ্চলের মানুষের মাঝে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। গ্রামাঞ্চলে ব্যাংক প্রতিষ্ঠিত হওয়াতে শিক্ষিত ছেলে-মেয়েরা কর্মসংস্তানের সুযোগ পাবে।

অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহ্বাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য বাবু বিজন চক্রবর্ক্তী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর রশিদ চৌধুরী এজাজ, আশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ হাশেম, কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির আহমদ চৌধুরী, এবি ব্যাংক লিঃ এস.পি.ও কৌশিক দাশ গুপ্ত, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রাথী ফারহানা আফরীন জিনিয়া, এবি ব্যাংক কাশিয়াইশ নয়াহাট আউটলেট ও চট্টগ্রাম আইটি ভিলেজের পরিচালক ফরহাদুল ইসলাম খান সভাপতিতে¦ অনুষ্টানে উপস্থিত ছিলেন আউটলেট পরিচালক মোহাম্মদ সেলিম মাষ্টার, দেলোয়ার হোসেন খান, মরিয়ম খানম, ব্যবসায়ী জমির উদ্দিন, জসিম উদ্দিন, আবদুল আজিজ, পেয়ারু খান, কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের যুগè-আহব¦ায়ক এসকান্দর আলী, প্রভাকর বড়ুয়া পিটু, পটিয়া উপজেলা ছাএলীগ সভাপতি আরাফাত শাকিল, সহ সভাপতি রেজাউল করি মুন্না, সাধারন সম্পাদক নোমান চৌধুরী, এবি ব্যাংক কাশিয়াইশ নয়াহাট আউটলেটের কর্মকর্তা আরেফা আক্তার, জুমুর আক্তার, রীমা আক্তার, আরমান খান, হেলাল, নাদিয়া আক্তার, মীম আক্তার, শফিউর রহমান প্রমুখ।

অনুষ্টানে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহ্বাজ মোতাহেরুল ইসলাম চৌধুরীকে এবি ব্যাংক পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আবদুল আজিজকে সম্মাননা প্রদান করা হয়।

সেরা গ্রাহক হিসেবে মোঃ ইউনুছ, বাবু বাদল চৌধুরী সহ ১১ জন গ্রাহককে পুরস্কৃত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.