গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন : ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

0 208

অনলাইন ডেস্কঃ

অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো: আসাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে এরইমধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। ঢাকা নির্বাচন কমিশন অফিস থেকে এই উপনির্বাচনের ১৪৫টি কেন্দ্রের ভোটগ্রহণই সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গত ২৪ জুলাই গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী ১২ অক্টোবর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাহামুদ হাসান রিপন- নৌকা প্রতীক, জাতীয় পার্টি থেকে এইচ এম গোলাম শহীদ রঞ্জু- লাঙ্গল প্রতীক, বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম- কুলা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ- আপেল প্রতীক ও মাহবুবুর রহমান- ট্রাক প্রতীকসহ মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.