রোহিঙ্গা ক্যাম্পে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

0 224

অনলাইন ডেস্কঃ

রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্ধ, আধিপত্য বিস্তার ও সক্ষমতার জানান দিতে বেড়েই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। এরইমধ্যে আরো এক রোহিঙ্গা যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সালাম (৩৭)। তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাম ওই ক্যাম্পের রশিদ আলমের ছেলে। সন্ধ্যায় আট থেকে ১০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুতুপালং এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Leave A Reply

Your email address will not be published.