প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সেই স্মৃতির হাইকোর্টে জামিন

0 254

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল।

কতদিনের জামিন জানতে চাইলে আইনজীবী কায়সার কামাল বলেন, “অন্তবর্তী জামিন সাধারণত ছয় মাসের হয়ে থাকে। মৌখিক আদেশে আদালত কতদিনের জামিন উল্লেখ করেননি। লিখিত আদেশে জানা যাবে। ”

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজবাড়ী সদর থানায় এ মামলা করেছিলেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী। ঘটনার তারিখ ৩১ আগস্ট।

ওই মামলায় গত ৫ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা, বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.