অস্ট্রেলিয়ার বিদায়, সেমিতে ইংল্যান্ড

0 207

অনলাইন ডেস্কঃ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জেতা হলো না শ্রীলঙ্কার। শনিবার (৫ নভেম্বর) ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা। তাতেই বিশ্বকাপ শেষ স্বাগতিক অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টের বাকি অংশে দর্শক হয়ে থাকতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

সুপার টুয়েলভের প্রথম গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নিশ্চিত করেছে সেমিফাইনাল। সমান ৭ পয়েন্ট নিয়ে সেরা চারে চলে গেছে দুই দল। তাদের সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় কপাল পুড়ল অজিদের। এই গ্রুপ থেকে বিদায় নেওয়া অপর তিন দল হলো- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও আফগানিস্তান।

নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানের হার দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর জয়ের খাতা খুলে শ্রীলঙ্কার বিপক্ষে। স্বাগতিকদের তৃতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। পরের দুই ম্যাচ জেতায় সেমির রেসে টিকে ছিলেন অ্যারন ফিঞ্চরা। কিন্তু শেষ রক্ষা হলো না।

Leave A Reply

Your email address will not be published.