ফরিদপুরে শা‌ন্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে: সিইসি

0 192

অনলাইন ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ফ‌রিদপুর-২ আসনের উপ‌-নির্বাচনে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়‌নি।

শ‌নিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তি‌নি এ কথা বলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ কর‌ছি। কোনো অনিয়ম দেখতে পা‌ইনি। শা‌ন্তিপূর্ণ প‌রিবে‌শে ভোটগ্রহণ হয়েছে।

কাজী হা‌বিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২‌টি সি‌সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বা‌হিনী মোতায়েন রয়েছে।

এ সময় স্থ‌গিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে সিইসি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত কর‌লেও ক‌মিশন সবক‌টি কে‌ন্দ্রের তদন্ত কর‌তে চায়।

বা‌কি ৯৪‌টি কে‌ন্দ্রের তদন্তের জন্য ক‌মি‌টি‌কে আরো সাত‌দিন সময় দেওয়া হ‌য়ে‌ছে। এরপরই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিইসি।

Leave A Reply

Your email address will not be published.