বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, শোকে নিমজ্জিত তানজানিয়া

0 158

অনলাইন ডেস্কঃ

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় প্রেসিশন এয়ারের বিমান বিধ্বস্তের ঘটনায় ঊনিশ জন নিহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

মাজালিওয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে সাংবাদিকদের বলেন, ‘সমস্ত তানজানিয়ানরা এই ১৯ জনের শোকে নিমজ্জিত।’

এদিকে, দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। তিনি এক টুইটে বলেন, ‘উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় আসুন আমরা শান্ত থাকি ও ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি।’

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেছেন, ৩৯ যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ ৪৩ জন আরোহী নিয়ে ফ্লাইট পিডব্লিউ ৪৯৪ দেশটির বাণিজ্যিক রাজধানী দার এস সালাম থেকে কাগেরা অঞ্চলের  লেকসাইড সিটিতে  যাচ্ছিল। তিনি বলেন, ‘আমরা ২৬ জনকে উদ্ধার করতে  পেরেছি। তাদেরকে আমাদের রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আলবার্ট চালামিলা আরও বলেন, ‘আমরা পাইলটদের সঙ্গে যোগাযোগ করছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

আঞ্চলিক কমিশনার জানান, এটিআর-৪২ বিমানটি টুলুস ভিত্তিক ফ্রাঙ্কো-ইতালীয় সংস্থার নির্মিত।

 

এদিকে,তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা প্রিসিশন এয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। এয়ারলাইন বলেছে, ‘উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুই ঘণ্টার মধ্যে আরও তথ্য প্রকাশ করা হবে।’

জানা গেছে, বিমানটি বাণিজ্যিক রাজধানী দার-এস-সালাম থেকে ছেড়েছিল এবং বুকোবাতে ‘ঝড় ও ভারী বৃষ্টির কারণে আজ সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।

কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছি।’

Leave A Reply

Your email address will not be published.