জাতীয় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান

0 231

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

গতকাল সোমবার (৭ নভেম্বর) আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানানো হয়। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৬ নভেম্বর) এক বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশকে সহযোগিতা দেবে বলে জানান আফরিন আক্তার।

Leave A Reply

Your email address will not be published.