কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা?

0 173

অনলাইন ডেস্ক:

আগামীকাল পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হবে এবারের মহাযজ্ঞ। এর আগেই টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

যেই তালিকায় স্বাভাবিকভাবেই নেই কোনো বাংলাদেশী। সর্বোচ্চ তিনজন আছেন ইংল্যান্ড থেকে। ভারত ও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দু’জন করে ক্রিকেটার। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও আছেন একজন করে।

প্রকাশিত তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন বিরাট কোহলি (ভারত), সুর্য কুমার যাদব (ভারত), শাদাব খান (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), স্যাম কারেন (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।

আসর সেরার দৌঁড়ে এগিয়ে থাকা বিরাট কোহলি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে প্রায় ৯৯ গড়ে করেছেন ২৯৬ রান। স্ট্রাইক রেট ১৩৭। সতীর্থ সূর্য কুমার যাদব ৬ ম্যাচে করেছেন ৬০ গড়ে ২৩৯ রান। স্ট্রাইকরেট ১৯০।

তবে ফাইনালে জ্বলে উঠলে শাদাব খান যাবেন এগিয়ে। শাদাব ৫ ম্যাচে ২৬ গড় আর ১৭৮ স্ট্রাইকরেটে করেন ৭৮ রান, তবে বল হাতে ৬.৫৮ ইকোনমিতে আছে ১০ উইকেট।

সতীর্থ হিসেবে শাদাব পাচ্ছেন শাহিন আফ্রিদিকেও। ৬ ম্যাচে ১০ উইকেট আছে এই পেসারের। ফাইনালে বল হাতে উত্তাপ ছড়ালে, টুর্নামেন্ট সেরার পুরস্কার চলে যেতে পারে তার হাতেও।

ইংল্যান্ড থেকে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে লড়াইয়ে আছেন স্যাম কুরান। ১৯৯ রান নিয়ে আছেন জশ বাটলারও।

তবে ২১১ রান নিয়ে এই দু’জন থেকেও এগিয়ে আছেন এলেক্স হেলস। ফাইনালে ব্যাট হাতে ভালো করলে তার সামনেও সুযোগ থাকবে।

তাছাড়া ৮ ম্যাচে ২৮ গড়ে ২১৯ রান ও ১০ উইকেট নিয়ে সিকান্দার রাজা আর ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাও আছেন এই দৌড়ে বেশ এগিয়ে।

Leave A Reply

Your email address will not be published.