ফরিদপুরের গণসমাবেশ মঞ্চে মির্জা ফখরুল ইসলাম

0 157

অনলাইন ডেস্ক:

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে এসে পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি মঞ্চে এসে পৌঁছান। তার সাথে গণসমাবেশ মঞ্চে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে বেলা ১১টা ০৫ মিনিটে এই গণসমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

সকালে সভা শুরুর পর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।

ফরিদপুরের এই গণসমাবেশকে কেন্দ্র করে শহরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে আজ।

সমাবেশকে কেন্দ্র করে মাঠে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। পায়ে হেঁটে, ট্রাক, পিকআপসহ বিভিন্নভাবে তারা সমাবেস্থলে আসছেন। নেতাকর্মীদের পদচারণা আর মুহূর্মুহূ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে। সমাবেশের আগে তিন দিন ধরে সমাবেশস্থলে যোগ দেয়া শুরু করেন নেতাকর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.