বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত আরো ২ লাখ, মৃত্যু ৪৭০

0 213

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী গত ২৪ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দু’লাখ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি তিন লাখ ৭০ হাজার ২৬০ জনে। এ ছাড়া নতুন করে এ সময়ে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৪৯৪ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের হিসার রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট সুস্থ হয়েছেন ৬২ কোটি ৫৭ হাজার ৩০৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৪৬৭ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১২৭।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৯২৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৭৩ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৭০৪ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ৮২০ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৭৩৮ জন।

Leave A Reply

Your email address will not be published.