বেনাপোলে ১৫ কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ২

0 189

অনলাইন ডেস্ক:

যশোরের বেনাপোলে ১১২ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১০টার পর ওই সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। উদ্ধারকৃত ওই সোনার ওজন ১৬ কেজি ৫১০ গ্রাম।

লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বুধবার রাত ১০টায় তিনি জানতে পারেন যে যশোর থেকে সোনার একটি বড় চালান বেনাপোলের উদ্দেশে যাচ্ছে। বিষয়টি তিনি আমড়াখালী চেকপোস্টে কর্মরত সুবেদার আলমগীর হোসেনকে জানান। এরপর সুবেদার আলমগীরের নেতৃত্বে একটি টিম আমড়াখালী চেকপোস্টে অবস্থান নিয়ে বিশেষ তল্লাশি শুরু করে।

একপর্যায়ে একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৯-৮৩৯০) দেখে বিজিবির সন্দেহ হয়। পিকআপটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় বিজিবি। পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১১২ পিস সোনার বার উদ্ধার করা হয়। এ সময় বিজিবি পিকআপে থাকা দু’জনকে আটক করে।

আটকরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার। তাদের কাছ থেকে নগদ নয় হাজার ৩৩০ টাকা ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি

Leave A Reply

Your email address will not be published.