গাজার উদ্বাস্তু শিবিরে আগুন, নিহত ২১
অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘন বসতিপূর্ণ জাবালিয়া উদ্বাস্তু শিবিরে এই আগুন লাগে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে সেখানে প্রচুর পরিমাণে গ্যাসোলিন মজুত ছিল। তা থেকেই আগুন লাগে।
আলজাজিরার সংবাদদাতা ইউমনা আলসাইয়িদ গাজা থেকে বলেন, একটি জন্মদিন পালনের সময় মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি বলেন, ‘মোমবাতি জ্বালানোর সাথে সাথে দ্রুত আগুন ছুড়িয়ে পড়ে এবং সেখানে একটি বিস্ফোরণ ঘটে।’
দমকল বাহিনীর সদস্যদের আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা চিৎকার শুনতে পেলেও সাহায্য করতে পারছিলেন না।
গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, আগুনের কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
সূত্র : আলজাজিরা