নোয়াখালীতে অস্ত্রসহ তরুণ গ্রেফতার

0 226

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী থেকে অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সকালে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালয়ে সোপর্দ করা হয়।

র‌্যাব-১১ জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ৩নং জীরতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকায় আসামির নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় হয়। গ্রেফতার জাহিদুল ইসলাম ফারাবী (২১) বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মোঃ জামাল হোসেনের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে একটি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.