এখন যেমন চলছে মৌসুমী হামিদের

0 445

বিনোদন ডেস্ক: অভিনেত্রি মৌসুমী হামিদ। বড় পর্দায় সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’, ‘ব্ল্যাকমানি’, অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’, আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, প্রশান্ত অধিকারীর ‘হার্ডসনের বন্দুক’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।

ছোট পর্দায় জনপ্রিয় নাটকে অভিনয়ের বাইরে চলচ্চিত্রে টানা অভিনয় করেছেন এই অভিনেত্রী। মাঝে শামিম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ছবিতে একটি আইটেম গানেও পারফর্ম করেছেন মৌসুমী।

কথা ছিল সুমন আনোয়ারের ‘কয়লা’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করবেন। তবে ছবির কাজ শুরু হতে এখনো কিছুদিন বাকি। তাই কয়েকদিন আগে নতুন একটি ধারাবাহিক নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, ‘কয়লা’ ছবির কাজ শুরু এখনো হয়নি। এ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সুমন আনোয়ারের পরিচালনায় ‘সুখী নীলগঞ্জ’ নামের নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছি। আর ভ্রমণকে কেন্দ্র করে ‘শেষ দেখা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। খুব শিগগিরই এটি মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.