করোনাভাইরাস : দেশে আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬

0 191

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ২৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জনে পৌঁছেছে।

সোমবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্ত হার শূন্য দশমিক ৬৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১১৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ।

Leave A Reply

Your email address will not be published.