ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের বিপক্ষে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা। সেইসঙ্গে থেকে গেল অফসাইডের কারণে তিনটি গোল বাতিল হওয়ার আক্ষেপ। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ১-০ গোলে। তিনটি গোল বাতিল না হলে স্কোরলাইনটা ৩-০ হতে পারত।
শুরু থেকেই মেরে খেলছিলেন সৌদি ফুটবলাররা। ম্যাচের ৮ম মিনিটে কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসি কিক নেওয়ার সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারদেসকে ধাক্কা ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন মেসি।
২২তম মিনিটে ব্যবধান দ্বিগুন করতে পারত আর্জেন্টিনা। সৌদির জালে বল পাঠিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভার-এর সাহায্যে তা বাতিল হয়। মেসি অফসাইড হয়ে ছিলেন। ২৮তম মিনিটে আরও একটি গোল বাতিল হয় অফসাইডে। এবার লাউতেরো মার্টিনেজ। ৩৫তম মিনিটে তৃতীয়বারের মতো অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল হয়। আবারও সেই লাউতেরো মার্টিনেজ অফসাইড হয়ে ছিলেন।