যুক্তরাষ্ট্রের সুপারশপে হামলা, বন্দুকধারীসহ নিহত ১০

0 158

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সুপারশপে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে চেসাপিয়েক শহরের ওয়ালমার্ট সুপারস্টোরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

চেসাপিয়েক পুলিশের পাবলিক ইনফরমেশন অফিসার লিও কোসিনস্কি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ কর্মকর্তা লিও কোসিনস্কি বলেন, এখনো বন্দুকধারীর পরিচয় স্পষ্ট করা যায়নি। তিনি নিজেও গুলিতে আহত হয়ে মারা যান। তবে তার জানা মতে পুলিশ কোনো গুলি চালায়নি বলেও জানান তিনি।

চেসাপিয়েক পুলিশ নিশ্চিত যে এক সক্রিয় বন্দুকধারী ওয়ালমার্টে এ প্রাণহানির ঘটনা ঘটায়। যিনি নিজেও মারা যান।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হন। ওই হামলায় আহত হন ১৮ জন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নৈশক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৫০ জনেরও বেশি। এটি ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।

Leave A Reply

Your email address will not be published.