ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, ৪৭৭ রোগী হাসপাতালে

0 189

অনলাইন ডেস্ক:

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ৪৭৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৬২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৭৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৯০৭ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৪ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৬২৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫২ হাজার ৮৩ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ৩৩ হাজার ৫৬৮ জন ঢাকার এবং বাকি ১৮ হাজার ৫১৫ জন ঢাকার বাইরের বাসিন্দা।

Leave A Reply

Your email address will not be published.