মেসিকে গালি : কাতারে আর্জেন্টিনা-মেক্সিকো সমর্থকদের সংঘর্ষ

0 237

অনলাইন ডেস্ক:

আর্জেন্টিনা ও মেক্সিকো কাতার বিশ্বকাপে মাঠে নামবে শনিবার। তার আগে মাঠের বাইরে ছড়াল উত্তেজনা। কাতারে সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুই দলের সমর্থকেরা।

সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারায় বেশ চাপে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে লিওনেল মেসিদের। আর সেই ম্যাচের আগেই সংঘর্ষ বাঁধল আর্জেন্টিনা এবং মেক্সিকোর সমর্থকদের মধ্যে।

বুধবার দোহায় আল বিদ্দা পার্কে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমে খবর, মেক্সিকোর সাপোর্টাররা আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে নিয়ে ‘কুকথা’ বলার পরই এই সংঘর্ষ বাঁধে। খবর মিররের।

Leave A Reply

Your email address will not be published.