মকরের প্রত্যাশা পূরণ, সুনাম ও মর্যাদা বৃদ্ধি কর্কটের

0 164

অনলাইন ডেস্ক:

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা : ৩ ও ৫। শুভ বার : বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন : পান্না ও পোখরাজ।

মেষ (২১ মার্চ২০ এপ্রিল)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য সম্পর্কে ভাল থাকবে।

বৃষ (২১ এপ্রিল২০ মে)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। দূরের যাত্রা হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।

মিথুন (২১ মে২০ জুন)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কর্কট (২১ জুন২০ জুলাই)

কোনো আশা পূরণ হতে পারে। বেকারদের কারো চাকরি হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

সিংহ (২১ জুলাই২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কন্যা (২২ আগস্ট২২ সেপ্টেম্বর)

অতীন্দ্রিয় শাত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। বীমা কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন।

তুলা (২৩ সেপ্টেম্বর২২ অক্টোবর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর২১ নভেম্বর)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা না-ও পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

ধনু (২২ নভেম্বর২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। পরীক্ষায় আশানুরুপ সাফল্য পেতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে ভালো করবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মকর (২১ ডিসেম্বর১৯ জানুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.