গিরগিটি পৃথিবীতে আসার নতুন তথ্য

0 213

অনলাইন ডেস্ক:

সম্প্রতি হিস্ট্রি মিউজিয়ামের আলমারিতে পড়ে থাকা একটি সরীসৃপের জীবাশ্ম সিটি স্ক্যান করে খুব গুরুত্বপূর্ণ নতুন তথ্য পাওয়া গেছে। গবেষণা করেছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। এতে নেতৃত্ব দিয়েছেন ডেভিড হোয়াইটসাই।

ওই গবেষণায় দেখা যায়, অজানা সরীসৃপটির সঙ্গে আধুনিক কালের গিরগিটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকরা বলছেন, গিরগিটির অস্তিত্ব নিয়ে আমাদের এত দিনের যে ধারণা, তার চেয়েও প্রায় সাড়ে তিন কোটি বছর আগে পৃথিবীতে বিদ্যমান ছিল প্রাণীটি।

গবেষণায় নেতৃত্ব দেওয়া ডেভিড হোয়াইটসাইড বলেন, এটি একটি খুবই বিশেষ জীবাশ্ম, যা সম্ভবত গত কয়েক দশকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি। গবেষকরা জাদুঘরের সরীসৃপটির নাম দিয়েছেন ক্রিপ্টোভারানয়ডেস মাইক্রোলানিয়াস, যার অর্থ ‘ছোট কসাই’। চোয়ালের ধারালো দাঁতের কারণেই এর এমন নামকরণ। জীবাশ্মটির খুলি, কাঁধ ও ঘাড়ের তুলনা করে দেখা যায়, সরীসৃপটি আজকের গিরগিটিরই মতো।

মনে করা হতো, গিরগিটি মধ্য জুরাসিক যুগের পর থেকে উদ্ভূত হয়েছিল। নতুন অনুসন্ধানের ফল বলছে, তারা ট্রায়াসিক যুগেও (২০ থেকে ২৪ কোটি বছর আগে) বাস করত। সূত্র: বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.