এলজিতে ৮৮০ মিলিয়র ডলার বিনিয়োগ করতে চায় গুগুল

0 245
LG bendable display
নতুন প্রজন্মের ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লে তৈরির জন্য গুগুল অন্তত ৮৮০ মিলিয়র ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দক্ষিন কোরিয়ার এলজিকে। গুগুল চায় এলজি ডিসপ্লে কো: লিমিটেড তাদের ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে স্মার্ট ফোন এর স্ক্রীন এ ব্যবহার করার জন্য আরো উন্নত করবে। গুগুল তাদের নতুন পিক্সেল ফোনে ভাজ যোগ্য ডিসপ্লে ব্যবহার করতে চায় যা ইতিমধ্যে স্যামসাং বাজারজাত করে ফেলেছে। এবং এপল এর পরবর্তি সংস্করন আইফোন ৮ এ এই ডিসপ্লেটি ব্যবহার হবে বলে জানা গেছে যা এপল এই বছরেই বাজারে আনতে যাচ্ছে। এলজি এ বিষয়ে এখনি কোন মন্তব্য করেনি।
Leave A Reply

Your email address will not be published.