প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল-ক্রোয়েশিয়া
অনলাইন ডেস্ক:
চারদিকে হলুদের সমারোহ। পিঠে পিঠে নেইমার। হাতে ভুভুজেলা নিয়ে কারও চোখ বড় পর্দায়, কেউ গলির টংয়ে গোলের অপেক্ষায়। তবে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে রীতিমতো হতাশ করেছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে আরাধ্য গোল পায়নি সাবেক চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য থেকে।
এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধ বিচার করলে এগিয়ে থাকবে ক্রোয়েশিয়া। একেকজন যেন চিতার মতো ক্ষিপ্র গতির। ব্রাজিলের মধ্যমাঠকে পিছনে ফেলে বারংবার আক্রমণে ওঠে ক্রোয়াটরা। ডান, বাম দুই প্রান্ত ধরেই আক্রমণ সাজায় ক্রোয়েশিয়া।
ম্যাচের আগে ক্রোয়াট তারকা মাতেও কোভাচিচ বলেছিলেন, আমরা চাইব ব্রাজিলের চেয়ে বেশিক্ষণ বল পায়ে রাখতে। বিপক্ষের পায়ে বেশিক্ষণ বল থাকলে ব্রাজিলিয়ানরূ এলেমেলো হয়ে যায়, কোভাচিচের কথার সত্যতাই মিলল প্রথমার্ধে।
নেইমার ভিনিসিউসরা একবারের জন্যেও কাঁপন ধরাতে পারেনি ক্রোয়েশিয়ার ডি বক্সে। ৩০ মিনিটে নেইমার একটি শট নিলেও যারপরনাই দুর্বল ছিল সেটি৷ ৪১ মিনিটে ডি বক্সের খুব কাছ থেকে ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে ব্যর্থ নেইমার।
প্রথমার্ধে ব্রাজিলের পায়ে বল ছিল ৫৪ শতাংশ, ক্রোয়াটদের ৪৬। ক্রোয়েশিয়ার গোলমুখে ৫টি শট মারে ব্রাজিল, ৩টি অন টার্গেট। যদিও একটাতেও বিচলিত হয়নি ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। ক্রোয়েশিয়া তাদের তিনটি শটের একটিতেও অ্যালিসনকে ফাঁকি দিতে পারেনি।