ভিডিও বার্তায় বিএনপি নেতাকর্মীদের যে বার্তা দিলেন ইশরাক হোসেন
অনলাইন ডেস্ক:
রাত পোহালেই ঢাকায় বিভাগীয় সমাবেশ শুরু করবে বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয়বাদী দলটি। অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টা পর নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিয়ায়েড ফেসবুকে ভিডিও বার্তায় ইশরাক বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈকি পরাজয় হয়েছে। কারণ তারা সমাবেশ ঠেকাতে সকল অপকর্মের পথ বেছে নিয়েছিল। কিন্তু তারা সমাবেশ ঠেকাতে পারেনি।
তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে সরিয়ে রেখেছে। তারা নিরীহ মানুষকে হত্যা করেছে। শত শত বিএনপি নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহ সব দেখছেন, তিনি সব কিছুর হিসাব একদিন নিবেন। যারা দেশপ্রেমিক তাদের জয় হবে।
বিএনপির এ নেতা বলেন, এ বর্তমান সরকার ক্ষমতা হারানো ভয়ে ভীত। তাই তারা আমাদের ওপর জুলুম নির্যাতন করে টিকে থাকার চেষ্টা করছে।
তিনি বলেন, ১৯৭১ সালে হানাদার বাহিনী যেভাবে আমাদের উপর ঝাপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে এ সরকার জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে।
ইশরাক বলন, আগামীকাল আমরা সর্বশক্তি দিয়ে আমাদের সমাবেশ বাস্তবায়ন করব। সেখানে যে কর্মসূচি দেয়া হবে তা পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।