বিএনপির কার্যালয়ে তাণ্ডবের জন্য সরকার দায়ী : প্রিন্স

0 152

অনলাইন ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে তাণ্ডবের দৃশ্য দেখেছি মন্তব্য করে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকার দায়ী।

আজ রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে, এটা দেখে আমরা হতভম্ব। একটি সভ্য দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল; যে দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে, প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তর লণ্ডভণ্ড করে ফেলেছে।

সরকার সারা দেশ যেভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে একইভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও লণ্ডভণ্ড করে দিয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই লণ্ডভণ্ড করার কাজে যারা নিয়োজিত ছিল, তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রিন্স বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সমস্ত নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দপ্তরের কম্পিউটার সিপি এবং সদস্যদের মাসিক চাঁদার টাকা রাখার আলমারি ভেঙে সবকিছু নিয়ে গেছে। সরকার ভীত হয়ে আমাদের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে নস্যাৎ করার জন্য এই তাণ্ডবলীলা চালিয়েছে। কিন্তু দেশের জনগণ এত প্রতিবন্ধকতার পরেও গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে এই সরকারকে চপেটাঘাত দিয়েছে।

পল্টনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এটা বিএনপির পরাজয় নয়, সরকারের পরাজয় হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.