জুটি গড়ে আবারও রানে ফিরেছে ভারত
অনলাইন ডেস্ক:
প্রথমদিকে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। পরে জুটি গড়ে দ্রুত রান তুলছিলেন পুজারা-রিশাব। সে যাত্রা থামিয়েছিলেন মিরাজ। কিছুটা ধীর গতি চলে আসে রানে। এবার জুটি গড়েছেন পুজারা-শ্রেয়াস। দুপুরের বিরতির আগে তাঁরা সংগ্রহ করেছেন ৬২ রান। তাতে ভারতের সংগ্রহ ৫৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান।
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এ দিন টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাটে নেমে ১৩ ওভারে ৪১ রান করে ভালো করার তাগিদ দিয়েছিলেন দুই ওপেনার শুবমান গিল ও লোকেশ রাহুল। তবে ১৩.২ ওভারে শুবমানকে আউট করে সে যাত্রা ভঙ্গ করেন তাইজুল ইসলাম।
হাঁটু গেড়ে তাইজুলের বলে সুইপ করতে গিয়েছিলেন ওপেনার শুবমান গিল। তবে ব্যাটে ঠিকমতো নিতে না পারায় সেটি উইকেটের পিছনে ইয়াসির আলির হাতে ধরে পড়ে। আউট হওয়ার আগে ৪০ বলে তিন বাউন্ডারিতে ২০ রান করেছিলেন গিল। ৪ রান পরেই কাটা পড়েন আরেক ওপেনার লোকেশ রাহুলও।
৫৪ বলে ২২ রান করা ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। বাংলাদেশি পেসারের বল প্রথমে ব্যাটে লেগে উইকেটে গিয়ে আঘাত করে। তাতে ৪৫ রানের মধ্যেই গুটিয়ে যায় ভারতীয় দুই ওপেনারের ইনিংস।
পরে ব্যাটে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১ রান করেই তাইজুলের বলে লেগ বিফোর উইকেট (এলবিডব্লিউ) হয়ে ফেরেন বিরাট কোহলি। আউট হয়ে বিশ্বাস করতে পারছিলেন না কোহলি। নিয়েছিলেন রিভিউ। তবে সে যাত্রায়ও রক্ষা হয়নি তাঁর। শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় এ রান মেশিনকে।
চাপে পড়া ভারতকে টেনে তোলেন চেতেশ্বর পুজারা ও রিশাব পান্ত। দুজনে মিলে গড়েন ৬৪ রানের জুটি। খুব দ্রুত রান আসছিল এই জুটি থেকে। তবে ৩১.৪ ওভারে মিরাজের বলে আউট হন পান্ত। রক্ষনাত্মক খেললেও বল মাটিতে পড়ে পিছনের উইকেটে আঘাত হানে। তাতে ৪৫ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরতে হয়েছে ভারতীয় উইকেটরক্ষক রিশাবকে।
রিশাবের পরে উইকেটে আসেন শ্রেয়াস আইয়ার। পুজারা-শ্রেয়াস মিলে ১৪৬ বলে ৬২ রানের জুটি গড়ে অপরাজিত রয়েছেন। শ্রেয়াস করেছেন ৪১ রান এবং পুজারা ৪২।