অপুর প্রতি সমর্থন জানিয়ে শাকিবকে যা বললেন রাজ্জাক

0 222

সোমবার দুপুরে শাকিব খানের সাথে বিয়ে ও সন্তান নিয়ে অপু বিশ্বাসের সাক্ষাৎকারের পর থেকে মিডিয়ায় ঝড় ওঠে অপু-শাকিবকে নিয়ে। অপু-শাকিবের এই খবরে চাপা পড়ে যায় গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরও। গুরুত্ব পায় সামাজিক মাধ্যমেও। তবে সামাজিক মাধ্যমে ঘটনার আলোচনা হলেও শাকিবকে নিয়ে সমালোচনাই হচ্ছে বেশি। আর সেই তালিকায় যোগ হলেন ঢাকার ছবির কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক।
রাজ্জাক বলেন, মুরুব্বি হিসেবে শাকিব খানকে বলব, বিয়ে যখন করেছো তখন পানি ঘোলা করছো কেন? কেন লুকোচুরি করছো?

বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয় একথা তোমাকে কে বললো? আমার কথাই ধরো, আমি বিয়ে করে নায়ক হয়নি, দর্শক আমাকে গ্রহন করেনি? ভালো কাজ করলে ক্যারিয়ারের কোনো কিছুই প্রতিবন্ধকতা হতে পারেনা। আর তোমার একটি সন্তান আছে। অপুকে স্ত্রী হিসেবে অস্বীকার করে একটি মাসুম বাচ্চাকে পথে ছুড়ে ফেলোনা।

Leave A Reply

Your email address will not be published.